সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৫:০০:০৩

ভারতীয় ক্রিকেটের নতুন নক্ষত্র!

ভারতীয় ক্রিকেটের নতুন নক্ষত্র!

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টে়ডিয়ামে ভারতীয় ক্রিকেটপ্রেমীর সেই সর্বাত্মক হাহাকারের দিন! শচিন টেন্ডুলকার একটু আগে বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে। ড্রেসিংরুমের মধ্যে নিজেকে সামলানোর সময়টা চলে গিয়েছে। আবেগ অপেক্ষাকৃত নিয়ন্ত্রণে। এ বার শচিন ডাকলেন টিমের দুই মুম্বাইয়ের ক্রিকেটার রোহিত শর্মা আর অজিঙ্ক রাহানেকে। বললেন, ‘‘আমি চললাম। আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মুম্বাই ক্যাপের মর্যাদা রাখার দায়িত্ব তোমাদের। কথা দাও রাখবে।’’ রোহিত এটা শুনেও সংযত ছিলেন কিন্তু রাহানে কেঁদে ফেলেন। ড্রেসিংরুমে কিছু পরে ঢুকেছিলেন অঞ্জলি টেন্ডুলকার। ওই বিশেষ ম্যাচে শচিন পরিবারকে ম্যাচের পর ড্রেসিংরুমে ঢুকতে দেওয়া হয়েছিল। রাহানের চোখে জল দেখে বিস্মিত অঞ্জলি জানতে চান, কী হয়েছে? সব শুনেটুনে তাকে সান্ত্বনা দেন, ‘‘সত্যি তো এ বার থেকে তোমার দায়িত্ব। সচিন আর আমি তোমাকে নিয়ে খুব আলোচনা করি। দু’জনেই মনে করি তুমি পারবে।’’ শেন ওয়ার্ন নাম দিয়েছিলেন জিঙ্কস। অনেকে তাই ডাকে। কিন্তু মুম্বাই ক্রিকেটমহল তাকে ডাকে ‘আজ্জু’ মানে ‘নতুন নক্ষত্র’ বলে। আর সেই নামটাই এখন বেশি ছড়িয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের নতুন আজ্জু তিনি। দু’বছর হল টেস্ট ক্রিকেট খেলছেন কিন্তু গোড়ায় তার ওপর কারও নজরই পড়েনি। ধারাবাহিক বিশ্বের বিভিন্ন প্রান্তে রান করেও তারকার কোনও দ্যূতি নেই তার ওপর। অবাক আরো হতে হলো আজ টেস্টের দ্বিতীয় সেঞ্চুরির পরেও সাংবাদিক সম্মেলনে এলেন না তিনি। যে কেউ হলে জীবনের এত বড় দিনে মিডিয়ার সামনে আসার সুযোগ ছাড়ত না। কাল তো আর সেটা হবে না। শেষ দিন ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স। ০৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে