সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:২০:৫৪

‘মাশরাফি এক অসাধারণ নেতা’

‘মাশরাফি এক অসাধারণ নেতা’

স্পোর্টস ডেস্ক: একটি দলের জন্য অধিনায়কের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ বিপিএলে এবার তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একটি দলকে ‘জিরো থেকে হিরো’ বানানো কাজটি করে দেখালেন তিনি। এবার বিপিএল তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পতাকার ভারটা বহন করছেন মাশরাফিই। ছোট খাট ভুল ত্রুটি ছাড়া পুরোদমে সফল তিনি।তাই তো তার নেতৃত্ব গুণে মুগ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শোয়েব মালিক। বিপিএলে বাংলাদেশ অধিনায়কের নেতৃত্বে খেলতে পারাকে বড় পাওয়া মানছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। এবার বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মালিক। দুটিতেই জিতেছে কুমিল্লা। দুই ম্যাচেই মাশরাফির নেতৃত্ব ছিল তুমুল প্রশংসিত। সবশেষ ম্যাচে ২১ বলে ৩৪ রানের অপরাজিত এক ইনিংসে কুমিল্লার জয়ের নায়ক ছিলেন মালিক। রোববার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। অধিনায়ক মাশরাফির প্রসঙ্গ উঠতেই এক রাশ হাসি দিয়ে জানান দিলেন, ‘মাশরাফিকে এক অসাধারণ নেতা। তাকে নিয়ে আমার বলে বোঝানোর কিছু নেই। গত এক বছরের বাংলাদেশের পারফরম্যান্সই ওর হয়ে উত্তরটা বলে দিচ্ছে! সবাইকেই দারুণ সাহায্য করে, পাশে থাকে। বিশেষ করে তরুণদের সবসময়ই সাহায্য করে।’ মাশরাফিকে অধিনায়ক হিসেবে পাওয়াকে সৌভাগ্য মানছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে বাংলাদেশ দলের অধিনায়কই আমাদের অধিনায়ক। মাশরাফিকে অধিনায়ক হিসেবে পাওয়ার বাড়তি একটা সুবিধা আমাদের আছেই। সেটাই এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে। পয়েন্ট তালিকায় আমরা যেখানে আছি, সেটাই বলে দিচ্ছে ওর নেতৃত্বের কথা।’ ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে