রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ০৪:১৯:৫৭

শহিদ আফ্রিদি ১ কোটি ৬০ লাখ টাকা

শহিদ আফ্রিদি ১ কোটি ৬০ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে নিলামে উঠেছেন দেশি ১৮৬ ও বিদেশি ৩৬৫ ক্রিকেটার।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এবার রংপুর রাইডার্সে বসেছে তারার মেলা। মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও অ্যালেক্স হেলস রয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন দলে। এদিকে অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার খেলবেন সিলেট সিক্সার্সের হয়ে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারও রংপুর রাইডার্স এর হয়ে খেলবেন ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল। তার সঙ্গে এবার যোগ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

আগের আসরগুলোতে শহিদ আফ্রিদির একমাত্র ঠিকানা ছিল যেন ঢাকার ফ্রাঞ্চাইজি। এক সময় ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরে হয়েছে ঢাকা ডায়নামাইটস। এবার ঢাকার বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে গেলেন পাকিস্তানের এই মারদাঙ্গা ক্রিকেটার। বিপিএলের প্লেয়ার ড্রাফটে এবার নতুন ফ্রাঞ্চাইজি পেয়ে গেলেন শহিদ আফ্রিদি। এবার তাকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন শহিদ আফ্রিদি। ২ লাখ ডলারে (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে