রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ০৫:৫২:২৪

আশরাফুলের সঙ্গে এবার মুশফিক, রঙ্কি, রাজার মতো শক্তিশালী ক্রিকেটার

 আশরাফুলের সঙ্গে এবার মুশফিক, রঙ্কি, রাজার মতো শক্তিশালী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: আজ রবিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে।

সেখান থেকেই আসন্ন আসরের জন্য দল গঠন করেছে চিটাগং ভাইকিংস। মুশফিক, রঙ্কি, রাজার মতো ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে চিটাগং ভাইকিংস। এছাড়াও দলটিতে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এছাড়াও প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, দাসুন শানাকার মতো ক্রিকেটারদের। এদিকে এর আগেই লুক রঙ্কি, সিকান্দার রাজা, সানজামুলকে গত আসর থেকে রিটেইন করে দলে ভেড়ায় ভাইকিংস। এর বাইরে তারা দলে ভিড়িয়েছে আফগানিস্তান উইকেটকিপার মোহাম্মদ শেহজাদ ও প্রোটিয়া অলরাউন্ডার রবার্ট ফ্রাইলিঙ্ককে।

একনজরে দেখে নিন চিটাগং ভাইকিংসের স্কোয়াড- মুশফিকুর রহিম, লুক রঙ্কি, সিকান্দার রাজা, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ, সানজামুল ইসলাম, রবার্ট ফ্রাইলিঙ্ক, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ক্যামরন ডেলপোর্ট, দাসুন শানাকা, রবিউল হক, ইয়াসীর আলী চৌধুরী, নিহাদ-উজ-জামান, সাদমান ইসলাম, নজিবুল্লাহ জদরান, নাইম হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে