বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ০৯:৪৭:৩২

দেশপ্রেমের অনন্য নজির রোহিত শর্মার

দেশপ্রেমের অনন্য নজির রোহিত শর্মার

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি যদি টিম ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে থাকেন, তবে সন্দেহ নেই সীমিত ওভারে রোহিত শর্মা ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান৷ মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ১৬২ রানের দুরন্ত ইনিংস খেলে হিটম্যান বুঝিয়ে দিয়েছেন নিজের কদর৷

তবে শুধু নিজের ধ্বংসাত্মক ব্যাটিংয়ের জন্যই নয়, রোহিত ব্র্যাবোর্ণ স্টেডিয়ামের দর্শকদের হৃদয় জয় করেছেন অন্য একটি কারণেও৷ ফিল্ডিং করার সময় দেশপ্রেমের নজির রেখে রোহিত প্রমাণ করেছেন দেশের প্রতি তিনি কতটা দায়বদ্ধ৷

সচরাচর ক্রিকেটারদের নামে সমবেত ধ্বনি তুলে দর্শকদের সংশ্লিষ্ট খেলোয়াড়কে উদ্দীপ্ত করতে দেখা যায় ক্রিকেট মাঠে৷ ঠিক যেমনটা গ্যালারির ‘সচিন, সচিন’ ধ্বনিতে অনুপ্রাণিত হতেন তেন্ডুলকর৷ ক্রিকেট কেরিয়ারে ইতি টানার দিনে মাস্টার ব্লাস্টার নিজে জানিয়েছিলেন যে, এই ‘সচিন, সচিন’ ধ্বনি সারা জীবন তাঁর কানে বাজবে৷

নিজের নামে ধ্বনি শুনলে ক্রিকেটারদের আপ্লুত হওয়া স্বাভাবিক৷ তবে রোহিতের সৌজন্যে একটু অন্যরকম ছবি দেখল ক্রিকেটবিশ্ব৷ ব্র্যাবোর্ণে বাউন্ডারির ধারে ফিল্ডিং করার সময় দর্শকরা রোহিতের নামে ধ্বনি তুলে তাঁকে উৎসাহিত করার চেষ্টা করে৷ তবে রোহিত নিজের জার্সিতে লেখা ‘ইন্ডিয়া’ শব্দটিকে দেখিয়ে দর্শদের অনুরোধ করেন তাঁর নামের বদলে সবাই যেন ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ ধ্বনিতে মুখরিত করে গ্যালারি৷

এমন আচরণে হিটম্যান স্পষ্ট বুঝিয়ে দেন যে, ‘রোহিত, রোহিত’ নয়, বরং দেশের নামে জয়ধ্বনিই তাঁকে ভালো খেলতে বেশি উদ্দীপ্ত করে৷ রোহিতের উদ্দেশ্য ছিল শুধু তাঁকে নয়, দর্শকরা যেন গোটা টিমকেই উদ্দীপ্ত করার চেষ্টা করে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে