বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ১১:৫৬:১৮

‘খবরটা পত্রিকায় যখন এল, তখনও জানতাম না’

‘খবরটা পত্রিকায় যখন এল, তখনও জানতাম না’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হবে ৩ নভেম্বর থেকে। এর আগে স্বাগতিক বাংলাদেশ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে।

সেই টেস্ট একাদশে যায়গা মিলেছে মোহাম্মদ মিঠুনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের অনুপ্রেরনার কথা। তুষার ইমরান ও রাজ্জাক সম্পর্কে তিনি বলেন, ‘তাঁদের কাছ থেকে কটা জিনিস শিখেছি। দুজনেই আমাদের ঘরোয়া ক্রিকেটে অনেক সফল। একজন সর্বোচ্চ উইকেটশিকারি, আরেকজন সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রতি ম্যাচেই তাঁদের ভালো করার তাগিদ থাকে। তুষার ভাই যখন ব্যাটিংয়ে নামেন, যত কঠিন পরিস্থিতি থাকুক, তিনি কোনো না কোনোভাবে মানিয়ে নেন। রাজ ভাইও একই।’

সুযোগ কাজে লাগাতে চান এই টাইগার। মিঠুন বলেন, ‘স্বপ্ন ছিল টেস্ট ম্যাচ খেলব। এভাবে সুযোগটা আসবে আমিও আশা করিনি। পত্রিকা খুব একটা পড়া হয় না। একজন সাংবাদিকই আমাকে ফোন করে খবরটা দেন যে টেস্ট স্কোয়াডে আছি। খুব ভালো লাগছে যখন শুনলাম যে টেস্ট দলে আছি। আমার মনে হয় যে যখন টেস্ট খেলতে পারব, তখনই খেলোয়াড় হিসেবে আমার পূর্ণতা আসবে। টেস্ট ক্রিকেটে যখন সফল হব, তখনই মনে হবে ক্রিকেটের জন্য যথার্থ। আমার স্বপ্ন ছিল, যদি সুযোগ পাই, চেষ্টা করব এটি কাজে লাগানোর।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে