সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৪:৩০

ম্যাচটি কি সবচেয়ে কম রানগড়ের ইতিহাস গড়তে যাচ্ছে?

ম্যাচটি কি সবচেয়ে কম রানগড়ের ইতিহাস গড়তে যাচ্ছে?

স্পোর্টস ডেস্ক: ৫৯ বল খেলে ১২ রান করে আউট হয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলা। দিল্লীর ফিরোজ শাহ কোটলা মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি বাঁচাতে ব্লকিংয়ের মহোৎসব শুরু করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষ দিনের খেলা আজ চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৩৬ ওভার খেলে মোটে ১৩৫ রান সংগ্রহ করেছে। ওভারপ্রতি রানের গড় একেরও কম। ফলে এই ম্যাচটি টেস্ট ক্রিকেটে কম রানের ইতিহাস গড়তে যাচ্ছে কিনা, সেটি নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। অনেককাল আগে টেস্ট ম্যাচে এমন ধীরগতির ব্যাটিং দেখা গেলেও মারকুটে ক্রিকেটের এই যুগে এমনটি দেখা যায় না। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিংকে কেউ কেউ 'ব্লকাথন' বা 'ব্লকিংয়ের ম্যারাথন' বলে বর্ণনা করছেন। অবশ্য তাতেও শেষ রক্ষা হবে এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, ভারতের সংগ্রহ করা রানকে অতিক্রম করতে হলে রানের গতি বাড়াতে হবে বহুগুণ। ওদিকে দীর্ঘ সময় ধরে ব্লকিং করেও উইকেট বাঁচাতে পারছে না দক্ষিণ আফ্রিকা। ১৩১ রান সংগ্রহ করতে গিয়ে তারা হারিয়ে ফেলেছে মূল্যবান ৫টি উইকেট। একমাত্র আশা ম্যাচটি ড্র করার। সেটা করতে হলে বাকী ৫টি উইকেট হাতে নিয়ে তাদের এভাবে ব্লকিং করে যেতে হবে আরো অন্তত ২৫ ওভার।-বিবিসি ০৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে