শুক্রবার, ০২ নভেম্বর, ২০১৮, ০৮:৩৫:৪৬

ভারত নাকি পাকিস্তান, কোন দেশের নাগরিক হবে শোয়েব-সানিয়ার সন্তান?

ভারত নাকি পাকিস্তান, কোন দেশের নাগরিক হবে শোয়েব-সানিয়ার সন্তান?

স্পোর্টস ডেস্ক: ভারত নাকি পাকিস্তান, কোন দেশের নাগরিক হবে শোয়েব-সানিয়ার সন্তান? দুই দেশের ভালবাসার সম্প্রীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধরা হয় শোয়েব মালিক-সানিয়া মির্জাকে। ২০১০ সালে বিয়ে হয় ভারত-পাক সেলেব্রিটির।বিয়ের আট বছরের মাথায় সন্তান লাভ শোয়েব-সানিয়ার। শোয়েব মালিক নিজেই টুইট করে সুসংবাদ দেন ভক্তদের। 

তবে জানা গিয়েছে, শোয়েব-সানিয়ার পুত্র পাকিস্তানের নাগরিকত্ব পাবে না। পাকিস্তানের সংবিধান মেনেই এটা সম্ভব নয়।  পাক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, বাবা কিংবা মা কেউ ভারতীয় নাগরিক হলে সন্তান পাকিস্তানের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। 

সানিয়া শোয়েবকে বিয়ে করার পরেও ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগ করেননি। তাই সানিয়া সেই অনুযায়ী ভারতীয় নাগরিক। শোয়েব মালিক আগে একবার বলেছিলেন, সন্তানের নাগরিকত্ব পাওয়া নিয়ে তিনি বিচলিত নন। সানিয়া আবার জানিয়েছিলেন, সন্তানের পদবিতে মির্জা-মালিক উভয়ই থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে