সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৮:২৪

টপঅর্ডার ব্যর্থতায় ঢুকরে কাঁদছে বরিশাল

টপঅর্ডার ব্যর্থতায় ঢুকরে কাঁদছে বরিশাল

স্পোর্টস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম দুই পর্বে মোট ৭ খেলায় ৫ টি ম্যাচে জিতে বেশ ছন্দে ছিল বরিশাল বুলস। কিন্তু নিজেদের সপ্তম ম্যাচে এসে রীতিমত লজ্জার সাগরে ডুবতে হলো দলটিকে। দলীয় সপ্তম ম্যাচ আর ক্রিস গেইলের প্রথম ম্যাচে লজ্জার রের্কড গড়েছে বরিশাল। রোববারের ম্যাচে সিলেটের বিপক্ষে মাত্র ৫৮ রানে অল আউট হয় দলটি। এটি বিপিএল ইতিহাসে সর্বনিম্ম স্কোর। বরিশাল সর্মথকরা ভেবেছিল তাদের দলে ব্যাটিং দানব গেইলের আগমনে ভালো কিছু করতে পারবে দলটি। কিন্তু হলো তার উল্টোটা। ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব মাত্র ৮ রান করেই ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরেন। তাই আজ নিজেদের লজ্জাজনক হারের জবাব দিতে মাঠে নামে দলটি। কিন্তু গতকালকের সেই পরিণতি লক্ষ্য করা যায় তাদের ব্যাটিং লাইনআপে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাবধানে খেলতে থাকে দুই ওপেনার ক্রিস গেইল ও লেইস। পঞ্চম ওভারের তৃতীয় বলে মালিকে বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন গত ম্যাচে ৮ রান করা গেইল।তবে মজার ব্যাপার হলো আজও সেই ৮ রান করেই মাঠ ছাড়েন তিনি। এর পর একে একে ৩ উইকেট হারায় দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান। মাঠে রয়েছেন মাহমুদুল্লাহ ও সাব্বির রহমান। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে