শনিবার, ০৩ নভেম্বর, ২০১৮, ১২:০২:১৫

অলরাউন্ডার হিসেবে র‌্যাঙ্কিং উন্নতি হল মুস্তাফিজের

অলরাউন্ডার হিসেবে র‌্যাঙ্কিং উন্নতি হল মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং র‍্যাংকিং: জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ৩৪৯ রান করে ব্যাটিং র‍্যাংকিং ৩৫ ধাপ এগিয়ে ৯০ নাম্বার থেকে ৫৫ নাম্বারে উঠে এসেছে ওপেনার ইমরুল কায়েস বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৩৪ ।

সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত সেঞ্চুরি করে ১০ ধাপ এগিয়ে ৬১ নাম্বার থেকে ৫১ নাম্বারে চলে এসেছে সৌম্য সরকার তার বর্তমান রেটিং পয়েন্ট ৫৪৭।

র‍্যাংকিং এ কোন উন্নতি বা অবনতি হয়নি মুশফিকুর রহিমের সিরিজের শুরুতে ১৬ নাম্বারে ছিলেন এখনো ১৬ নাম্বারেই আছেন তিনি তার রেটিং পয়েন্ট ৭০০।

২ ধাপ পিছিয়ে ৭০৭ রেটিং নিয়ে তামিম ইকবাল আছেন ১৪ নাম্বারে।

৫ ধাপ পিছিয়ে ৫৩৪ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসান আছেন ৩৪ নাম্বারে এছাড়া ৫ ধাপ পিছিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৪ নাম্বারে তার রেটিং ৫৬৩।

বোলিং র‍্যাংকিংঃ ১৪ ধাপ এগিয়ে ৬০ নাম্বার থেকে ৪৬ নাম্বারে চলে এসেছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ তার বর্তমান রেটিং ৪৯৫।

২০ রেটিং পয়েন্ট বাড়লেও সিরিজের শুরুর মত ১২ নাম্বারেই আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বর্তমান রেটিং ৬৭১।

৩ ধাপ পিছিয়ে ২৯ নাম্বারে আছেন সাকিব আল হাসান তার বর্তমান রেটিং ৫৫৯।

৪ ধাপ পিছিয়ে ৩২ নাম্বারে আছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা তার বর্তমান রেটিং ৫৫৩।

রেটিং কমলেও ৪৪ নাম্বারেই আছেন পেসার রুবেল হোসেন ৪৯৬ রেটিং তার।

অলরাউন্ডার র‍্যাংকিংঃ অলরাউন্ডার র‍্যাংকিং দুর্দান্ত উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা ১৮১ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ ধাপ এগিয়ে ৩৬ নাম্বারে চলে এসেছেন মুস্তাফিজুর রহমান।

অবনতি হয়েছে সাকিব আল হাসানের ১ ধাপ পিছিয়ে তিনি আছেন ৩ নাম্বারে বর্তমানে তার রেটিং ৩৩২।

১২ ধাপ অবনতি হয়েছে অধিনায়ক মাশরাফি মুর্তজার ৪২ নাম্বার থেকে ৫৪ নাম্বারে চলে গেছেন তিনি তার বর্তমান রেটিং ১৫৪।

৬৩ ধাপ এগিয়ে ২৪৩ নাম্বার থেকে ১৮০ নাম্বারে চলে এসেছেন জিম্বাবুয়ে সিরিজেই প্রথম ফিফটি পাওয়া সাইফুদ্দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে