শনিবার, ০৩ নভেম্বর, ২০১৮, ১২:৪৪:২৪

অবশেষে সেই দুঃখজনক ঘটনা নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

অবশেষে সেই দুঃখজনক ঘটনা নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : অবশেষে সেই দুঃখজনক ঘটনা নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ! শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। মূলত ফর্মে না থাকার কারণেই টেস্ট দলে জায়গা পাননি তিনি। কিন্তু এবার সেই মাহমুদউল্লাহই হয়েছেন টেস্ট দলের অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শনিবার প্রথম টেস্টে টাইগারদের নেতৃত্ব দিবেন তিনি।

তবে প্রথম টেস্টে মাঠে নামার আগে শততম টেস্টে বাদ পড়া নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলে মাহমুদউল্লাহ। তিনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেছেন বলেই জানিয়েছেন। আর এই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাকেই শ্রেয় মনে করছেন
মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যদি আমি ব্যর্থ হই তাহলে সেটা আমারই দোষ। আমি সেই সময় ভাল পারফর্ম করছিলাম না। এগুলোই জীবনের শিক্ষার অংশ। আমি সেই জিনিস গুলো থেকে শেখার চেষ্টা করি ও ওই শিক্ষা গুলোই আমাকে সামনে আরও কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে উৎসাহ দেয়।’

একইসঙ্গে অধিনায়কের সময়টিকে তিনি বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘অধিনায়কত্ব সবসময় আমাকে ভালভাবে আমাকে নাড়া দেয় (হাসি)। আগেই বলেছি এই দায়িত্বটা আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। দলের সবাই কমবেশি হেল্পফুল। এখন আমি ভাল খেলার অপেক্ষায় আছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে