শনিবার, ০৩ নভেম্বর, ২০১৮, ০৯:২৫:২৫

শেষ পর্যন্ত চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

শেষ পর্যন্ত চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আজ অভিষেক টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময়ানুযায়ী সকাল ৯.৩০টায়।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তুঙ্গে থাকলেও সাদা পোশাকের লড়াইয়ে তা অনেকটাই ম্লান। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরুর পর উইন্ডিজের মাটিতে শোচনীয় টেস্ট সিরিজ হারের স্মৃতি সঙ্গী করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের খেলা শেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই পাওয়া জয় মানসিকভাবে বাড়তি অনুপ্রেরণা হয়ে কাজ করবে মাহমুদউল্লাহ রিয়াদদের জন্য।

উইন্ডিজের বিপক্ষে নিজেদের খেলা শেষ টেস্ট ম্যাচের একাদশে থাকা চার ক্রিকেটার- তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও কামরুল ইসলাম রাব্বি নেই সিলেট টেস্টের দলে। এর ফলে নিশ্চিতভাবেই চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের।

সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটন দাসের সাথে ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি এক প্রকার নিশ্চিত। তাছাড়া কামরুলের পরিবর্তে মুস্তাফিজুর রহমান ও ব্যাটিং শক্তি বৃদ্ধিতে দলে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। এছাড়া সাদা পোশাকের ক্রিকেটে জাতীয় দলের হয়ে এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ মিঠুনেরও।

পক্ষান্তরে, জিম্বাবুয়ে শিবিরে ব্রেন্ডন টেলরকে গ্লাভস হাতে উইকেটরক্ষকের ভূমিকা পালন করতে দেখা যাওয়ার পাশাপাশি হ্যামিল্টন মাসাকাদজার সাথে ব্রায়ান চারিকে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পেসারদের বাড়তি সুবিধা আদায়েরও সুযোগ রয়েছে।

সম্ভাব্য সেরা একাদশ

বাংলাদেশ: ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন/ নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু/ শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।

জিম্বাবুয়েঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রিগিস চাকাভা, ব্রেন্ডল টেইলর, শন উইলিয়ামস, ক্রেগ আরভিন, পিটার মুর, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, জন নায়াম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে