রবিবার, ০৪ নভেম্বর, ২০১৮, ০৮:৫৯:৪৩

বাংলাদেশকে খোঁচা মেরে এবার যা বললেন জিম্বাবুয়ের বোলিং কোচ

বাংলাদেশকে খোঁচা মেরে এবার যা বললেন জিম্বাবুয়ের বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই দ্বিতীয় দিন শেষ ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। আর বাংলাদেশি ব্যাটসম্যানদের এমন হাল দেখে খোঁচা মারতে ভুলেননি জিম্বাবুয়ের বোলিং কোচ ডগলাস হোন্ডা।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা টেস্ট ক্রিকেট, এটা পাঁচ দিনের খেলা, আপনাকে সেই অনুযায়ীই খেলতে হবে। আপনি যদি ঠিক জায়গায় বল করে যান, তাঁরা আউট হবেই। আর আমাদের ব্যাটসম্যানদের কথা আলাদা করে বলতেই হয়। তাঁরা উইকেটে অনেক সময় কাটিয়েছে।’

একই সুরে জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাতারা বলেন, ‘তাদের ওয়ানডে সিরিজটা ভাল কেটেছে। আমরা জানতাম তাঁরা ওয়ানডে মানসিকতা নিয়েই ব্যাট করতে নামবে, যা আমাদের অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা আক্রমণাত্মক ফিল্ডিং সেট করেছি।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় তাঁরা খুব একটা মানিয়ে নিতে পারেনি, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের সাথে। টেস্টে আপনি বল ছেড়ে ছেড়ে খেলবেন। আর ওয়ানডেতে আপনি রানের খোঁজে থাকবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে