সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৩:৫৫

অবিস্মরণীয় জয় পেল মাশরাফির কুমিল্লা

অবিস্মরণীয় জয় পেল মাশরাফির কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ২৩ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে মাশরাফির কুমিল্লা সাত উইকেটে বরিশাল বুলসকে পরাজিত করেছে। এ জয়ের ফলে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা। অন্যদিকে সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে অবস্থান করছে বরিশাল। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের দেয়া ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদের হারনামানা ৭৬ রানের সুবাধে ১৮তম ওভারে তিন উইকেট ক্ষুইয়ে জয় পায় কুমিল্লা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১০৫ রান করে বরিশাল বুলস। দলের পক্ষে মাহামুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ ২৬ রান করেন। এদিন আবারও জ্বলে উঠতে পারেনি ব্যাটিং দানব ক্রিস গেইল। বরিশালের জার্সিতে তিনি নিজের প্রথম ম্যাচর পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন। সাজ ঘরে ফেরার আগে তিনি করেন মাত্র ৮ রান। গতকাল সিলেট সুপারস্টারর্সের বিপক্ষে মাত্র ৮ রানে আউট হয়েছিলেন গেইল। আজ কুমিল্লার বিপক্ষেও সেই একই রানে ফিরে যান ক্যারিবীয় এই ব্যাটিং-দানব। মাত্র ১১ বল মোকাবেলা করে আজ ৮ রান করেন তিনি। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শোয়েব মালিক। দলীয় ৪০ রানে ড্যারেন স্টিভেন্স-এর বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই আসরের প্রথম সেঞ্চুরিয়ান এভিন লুইস (১৫ রান)। ৪২ রানে আসার জাইদির বলে আউট হন মেহেদী মারুফ (০)। ৪৫ রানের মাথায় জাইদির বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রনি তালুকদার (১৯)। এরপর দলীয় ৮৮ রানে আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে যান মাহমুদউল্লাহ (২৬)। মাহমুদউল্লাহর পর ১৭ রান করে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। বল হাতে কুমিল্লার হয়ে দুটি উইকেট পান জাইদির। এ ছাড়া ১টি করে উইকেট পান ড্যারেন স্টিভেন্স, কামরুল ইসলাম রাব্বি, শোয়েব মালিক এবং অাবু হায়দার রনি। ৭ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে