সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:২০:৩৩

হঠাৎ আইসিসি র‌্যাঙ্কিংয়ে কোহলিদের উন্নতি

হঠাৎ আইসিসি র‌্যাঙ্কিংয়ে কোহলিদের উন্নতি

স্পোর্টস ডেস্ক: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে মাটিতে চার ম্যাচ টেস্ট সিরিজের ৩-০ ব্যবধানে সিরিজ জিতে বিরাট কোহলির দল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হয়েছে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে এই সিরিজ জয়ে র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে উঠে এসেছে তারা।অন্যদিকে, টিম ইন্ডিয়ার কাছে হেরেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নাম্বার আসনটি ধরে রাখল হাশিম আমলার দল। সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় ২ উইকেটে ৭২ রান নিয়ে চতুর্থ ও শেষ টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ দিন আরো ৪১০ রান প্রয়োজন ছিল অতিথিদের। প্রায় অসম্ভব সেই লক্ষ্য তাড়ার কোনো চেষ্টাই করেননি আমলারা, সময় কাটানোর দিকেই ছিল তাদের সমস্ত মনোযোগ। মাটি কামড়ানো ব্যাটিংয়ে দিল্লি টেস্ট বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদবের দারুণ বোলিংয়ে ২৭ বলের মধ্যে অতিথিদের শেষ ৫ উইকেট তুলে নিয়ে দারুণ এক জয় পেয়েছে ভারত। ২০০৬ সালের পর প্রথম কোনো সিরিজে তিন টেস্ট হারা দক্ষিণ আফ্রিকা ১১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়াকে (১০৯) ও পাকিস্তানকে (১০৬) পেছনে ফেলে আমলাদের পরের স্থানটিতেই উঠে এসেছে ভারত (১১০)। ৭ ডিসেম্বের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে