সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪১:৫৪

সানির চার ওভারে চার উইকেট লণ্ডভণ্ড আফ্রিদিরা

সানির চার ওভারে চার উইকেট লণ্ডভণ্ড আফ্রিদিরা

স্পোর্টস ডেস্ক: নিজের টানা চার ওভারে চার উইকেট তুলে নিয়েছেন আরাফাত সানি। সোমবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেঢিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আরাফাত সানির বোলিং তোপে পড়েন শহিদ আফ্রিদির দল সিলেট সুপার স্টার্স। তার ভয়ংকর বোলিংয়ে মাত্র এক রান থেকে উইকেট হারাতে শুরু করে সিলেট। সানি বলে সাজঘরে ফিরে দিলশান মুনাবীরা (০) , জুনায়েদ সিদ্দিকী (৫), মুশফিকুর রহিম (৯), নাজমুল হোসেন মিঠুন (০)। চার উইকেট তুলে গিয়ে আরাফাত সানী, খরচ করেছেন মাত্র ১৪ রান। আরাফাত সানী শুরুটা করেছিলেন দিলশান মুনাবীরাকে দিয়ে। প্রথম ওভারের পঞ্চম বলেই এই লঙ্কান ব্যাটসম্যানকে বোল্ড করেন সানী। এই স্পিনার নিজের দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকীকেও সাজঘরের পথ দেখান। জুনায়েদকে (৫) নিজের ফিরতি ক্যাচে পরিণত করেন। এরপর তৃতীয় ওভারে ফিরিয়ে দেন মুশফিকুর রহিমকে। সানীর মিডল স্টাম্পের বল রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে মুক্তার আলীর হাতে ধরা পড়েন মুশফিক (৮)। সানীর পর শুরু সাকিব-ঘূর্ণি। নিজের দ্বিতীয় ওভারে চার বলের ব্যবধানে নুরুল হাসান ও শহীদ আফ্রিদির উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন নুরুল (৮)। সিলেট অধিনায়ক আফ্রিদিকে (৪) স্টাম্পিং করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন। ৭ ডিসেম্বের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে