সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৭:০০

আফ্রিদির কাছ থেকে মাহমুদুল্লাহর প্রতিশোধ নিল সাকিব

আফ্রিদির কাছ থেকে মাহমুদুল্লাহর প্রতিশোধ নিল সাকিব

স্পোর্টস ডেস্ক: গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বুলসকে একটি লজ্জাজনক রান স্কোর উপহার দিয়েছিলেন শহিদ আফ্রিদির দল সিলেট সুপার স্টার। খেলার ২৪ ঘণ্টা অতি বাহিত হতে না হতেই আফ্রিদির কাছ থেকে মাহমুদুল্লাহ রিয়াদের বুলসের প্রতিশোধ নিয়েছেন রংপুর সুপার স্টাসের অধিনায়ক সাকিব আল হাসান। আজ টুর্নামেন্টের ২৪তম ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট মাত্র ৫৯ রানেই অল আউট হয়। এর আগে গতকাল মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট মাত্র ৫৮ রানে গুটিয়ে দিয়েছিল বরিশালকে। এদিন বিপিএলের ইতিহাসের সর্বনিম্ন ৫৯ রানে গুটিয়ে যাওয়া প্রথম রেকর্ড গড়তে হয় বরিশালকে। তবে বিপিএলে বুলসের পড়ে আরো একটি সর্বনিম্ন কম রানের স্কোর উপহার পেয়েছেন মুশফিকুর রহিম ও আফ্রিদির দল সিলেট সুপার স্টার। সোমবার সাকিবের রংপুর রাইডার্সের বিপক্ষে তারা মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। বিপিএল এ নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারছে না সিলেট সুপার স্টার্স। তাই হঠাৎ করেই অধিনায়ক পদ থেকে মুশফিকুর রহিমকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান দলের টি-টুয়েন্টির অধিনায়ক বুম বুম আফ্রিদিকে। প্রথম ম্যাচেই তাকে অধিনায়ক করার যুক্তিকতা প্রমাণ করেছিলেন আফ্রিদি। দায়িত্ব পেয়ে তার কাছ থেকে প্রতিপক্ষ বরিশালকে মাঠ থেকে লজ্জার রেকর্ড নিয়ে যেতে হয়ে। দ্বিতীয় ম্যাচে আবার সেটা নিজে উপহার পেয়েছে প্রতিপক্ষ রংপুরের কাছ থেকে। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচেটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু শেষ রক্ষা আর হলো না মাত্র ৫৯ রানে লজ্জাজনক স্কোর গড়ে মাঠ ছাড়তে হয় আফ্রিদির দল। ৭ ডিসেম্বের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে