সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৭:৪১

মাঠে নামার আগেই ওয়ার্নারের হুমকি

মাঠে নামার আগেই ওয়ার্নারের হুমকি

স্পোর্টস ডেস্ক: আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচকে সামনে রেখে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। হুমকি দেবেই বা না কেন? গেলো সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের দুর্বল দলের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এবার মুখোমুখি হবে শক্তিশালি জাতীয় দলের। ফলে টেস্ট সিরিজে ক্যারিবিয় দলটি কতটা প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারবে সে বিষয়ে এখন রীতিমতো সন্দেহ সৃস্টি হয়েছে। চলতি সপ্তাহে হোবার্টে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে তার দল কোন দয়া দেখাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া দলের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। প্রস্তুতি ম্যাচে সফরকারীরা পরাজিত হওয়া পর সোমবার এ মন্তব্য করেন ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজকে তিনি সহজভাবে নেবেন কিনা? এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ওয়ার্নার স্কাই স্পোর্টস রেডিওকে বলেন, ‘মোটেই না। আমাদের মাঠে নামতে হবে এবং যথা সম্ভব আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা এটা করেছিল, শুরুতেই তারা আমাদের কয়েকটি উইকেট ফেলে দিয়েছিল। আমাদের হিসেব করে খেলতে হয়েছিল। তবে সেটা ছিল সেখানকার কন্ডিশনে। এখানকার কন্ডিশন কিছুটা ব্যাটসম্যান সহায়ক।’ বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ওয়ার্নার। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে সিরিজে ৯৮.৬৬ গড়ে মোট ৫৯২ রান করেছেন তিনি। তবে জেরোম টেইলরের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের আক্রমনভাগ সম্পর্কে সচেতন তিনি। ওয়ার্নার বলেন, ‘তাদের বোলিং দেখাটা মজার বিষয় হবে।’ ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট জিতেছিল। আর সর্বশেষ সিরিজ জয় ছিল ১৯৯২-৯৩ সালে। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে