সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৩:০১

নিজ শহরবাসীর পাশে দাঁড়াচ্ছেন মুরালি-অশ্বিন

নিজ শহরবাসীর পাশে দাঁড়াচ্ছেন মুরালি-অশ্বিন

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে ভারতের চেন্নাইয়ে। টানা বৃষ্টিপাতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে দুই শতাধিক মানুষ। বর্তমানে শহরের রাস্তা-ঘাট সবকিছু পানিতে তলিয়ে গেছে। আর এই রাজ্যের কৃীতি সন্তান হিসেবে ভারতীয় জাতীয় দলে খেলছেন চেন্নাইয়ের দুজন ক্রিকেটার, রবিচন্দ্রন অশ্বিন ও মুরালি বিজয়। নিজের এলাকার এমন পরিবেশ বিপর্যয়ে বেশ ভারাক্রান্ত তারা। তাই ভারত ক্রিকেট দল তাদের এলাকায় সাহায্যের আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচের প্রথম দিন যখন অশ্বিন ব্যাটিং করছিলেন, তখন খবর আসে তার মা-বাবা এই বন্যায় নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পরে তাদের খোঁজ পাওয়া যায়। অশ্বিন ও বিজয়ের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে ভারত ক্রিকেট দল। অশ্বিন বলেন, ‘আমি খুব গর্বিত এই বন্যায় সাহায্য করতে পেরে। আমার দুই বন্ধু এখানে সাহায্য করবে। এখানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য আমি দুঃখিত। আমি আমার সাধ্য মতো সাহায্য করবো।’ বন্যায় বিপন্ন মানুষের সাহায্যার্থে ত্রান তহবিলে এরই মধ্যে ৭৫ লাখ টাকা দান করেছেন ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অজিঙ্ক রাহানে। তিনি তার এই পুরষ্কারের অর্থ বন্যার্তদের সাহায্যে দান করার ঘোষণা দিয়েছেন। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে