সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:০১:৫৪

ব্লাটার এবার ফেঁসে যাচ্ছেন এফবিআই-এর হাতে

ব্লাটার এবার ফেঁসে যাচ্ছেন এফবিআই-এর হাতে

স্পোর্টস ডেস্ক: ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার সংস্থাটির দায়িত্বে থাকাকালীন সময়ে ঘটিত বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে একাধিক সংস্থা তদন্ত করছে। শুধু সভাপতি থাকাকালেই নয়, এবার পূর্বসূরির সময়কার এক লেনদেনের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এমন সংবাদই দিয়েছে বিবিসি। বিবিসি জানিয়েছে, তারা অনুসন্ধানে জানতে পেরেছে ব্লাটার অস্বীকার করলেও এফবিআই এ বিষয়ে তাকে সন্দেহ করছে। তারা বলছে ব্লাটারের সব কার্যক্রম পুরোপুরি জানা আছে। তাই এফবিআই সুইস কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, তারা যেন তদন্তে সহায়তা করে। এর আগে সুইজারল্যান্ডের কাছে এ সংক্রান্ত তদন্তের যে নথিপত্র রয়েছে তা চেয়েছে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত, ক্রীড়া বিপণন সংস্থা আইএসএল ১৯৯০ সালে তৎকালীন সভাপতি জোয়াও হ্যাভালাঞ্জ ও তৎকালীন নির্বাহী রিকার্ডো টেক্সেইরা ১০০ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন। এই অর্থের বিনিময়ে আইএসএল সহজেই সম্প্রচার ও বিপণন স্বত্ব পেয়েছিল। এফবিআই এর অভিযোগ এই লেনদেন ব্লাটারের জ্ঞাতসারেই হয়েছে। কারণ ওই সময় তৎকালীন সভাপতির বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন ব্লাটার। ব্লাটার অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন। উল্লেখ্য, ১৯৭৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত হ্যাভালাঞ্জ ফিফা সভাপতি ছিলেন। এরপর থেকে চলতি বছর পর্যন্ত সেপ ব্লাটারই সংস্থাটির শীর্ষস্থানে আসীন ছিলেন। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে