সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩০:৫৬

২টি উইকেট নিয়ে বিপিএল মঞ্চে অনন্য রেকর্ড গড়লেন সাকিব

২টি উইকেট নিয়ে বিপিএল মঞ্চে অনন্য রেকর্ড গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে নামলেই যেন একের পর এক রেকর্ড সৃষ্টি হয়। ঠিক তারই ধারাবাহিকতায় সোমবার বাংলাদেশে প্রিমিয়ার লিগের মঞ্চে ইতিহাস সৃষ্টি করেছেন সাকিব। সাকিবের ৫ম ওভারের ২য় বলটা মিড অফে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে তুলে দিলেন সিলেট সুপার স্টার্সের নুরুল হাসান সোহান। অবশ্য এক বল বাদেই একটা চার মেরে তার উচিত জবাব দিয়ে দিয়েছিলেন অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু, ঠিক এরপরের বলেই পাল্টা জবাব দিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব। এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলেন আফ্রিদি। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে তাতেই হয়ে গেলো ইতিহাস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হয়ে রইলো সাকিব আল হাসানের ২০০ তম টি-টোয়েন্টি উইকেটের। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে সাকিব সোমবার সব ধরণের টি-টোয়েন্টি মিলিয়ে ২০০ উইকেটের মালিক হয়ে গেলেন। সাকিব ছাড়া আর মাত্র ১২ ক্রিকেটার এই মাইলফলকে পা রাখতে পেরেছেন। তারা হলেন – শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২৯৫), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (২৭৮), পাকিস্তানের ইয়াসির আরাফাত (২৭৭), দক্ষিণ আফ্রিকার আলফনসো থমাস (২৬৩), ডাচ বংশদ্ভুত অস্ট্রেলিয়ান ডার্ক ন্যানেস (২৫৭), পাকিস্তানের আজহার মাহমুদ (২৫০), পাকিস্তানের সাঈদ আজমল (২৩৪), দক্ষিণ আফ্রিকার অ্যালবি মরকেল (২২৮), ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (২১৬), ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড (২১৪), পাকিস্তানের শহীদ আফ্রিদি (২১০), পাকিস্তানের সোহেল তানভির (২০৮)। এছাড়া অলরাউন্ডার হিসেবেও একটা রেকর্ড গড়ে ফেলেছেন সাকিব। মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে