সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩২:৪৫

বাংলার মাটিতে সাঙ্গাকারার আক্ষেপ

বাংলার মাটিতে সাঙ্গাকারার আক্ষেপ

স্পের্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট জগতটাকে বিদায় জানিয়ে ছিলেন তা অনেকেই অতীত হয়ে গিয়েছেন কুমার সাঙ্গাকারা কাছে। ১৫ বছর ক্রিকেট জীবনে অনেক রেকর্ডের মালিক হয়েছিলেন তিনি। টানা ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার শেষে ম্যাচে ভারতে বিপক্ষে মাঠে নেমে মাত্র স্বপ্ল রানে আউট হয়েও কোনো আক্ষেপ করেনি সাঙ্গা। অবশেষে বাংলার মাটিতে বিপিএল খেলতে এসে তার ক্যারিয়ারের আক্ষেপ টেনে আনলেন শ্রীলঙ্কার এ গ্রেট ক্রিকেটার। সোমবার অনূধ্ব-১৯ বিশ্বকাপের সময়সূচি ঘোষণা অনুষ্ঠানে এসে কুমার সাঙ্গাকারা জানান, ক্রিকেটাঙ্গনে আমার অনেক খ্যাতি থাকলেও খুব কষ্ট লাগে অনূধ্ব বিশ্বকাপের কথা মনে পড়লে। কারণ ওই সময়ে আমি ‘যথেষ্ট ভালো’ ক্রিকেটার ছিলাম না বলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমার ঢাক পড়েনি। কিন্তু ওই সময় এ টুর্নামেন্টের গুরুত্ব আমি পুরো ক্যারিয়ারে বুঝেছি। ২২ গজে যার ব্যাট অসংখ্যবার আলো ছড়িয়েছে, শাসন করেছে ক্রিকেট বিশ্ব, রচিত হয়েছে শ্রীলঙ্কার অনেক জয়ের গল্প, কিন্তু শেষটায় হলো না কোনো ইতিহাস। ব্যাট হাতে যিনি লিখেছেন দারুণ সব মহাকাব্য। উল্লেখ্য, শ্রীলঙ্কার সর্বকালের সেরা এই ব্যাটসম্যান চলমান বিপিএলের ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক পেয়ে ধারাবাহিকভাবে ভালো করছেন। যদিও শেষ কয়েকটি ম্যাচে দলীয়ভাবে জ্বলে উঠতে না পরায় হোঁচট খেয়েছে তার দল ঢাকা ডায়নামাইটস। ৭ ডিসেম্বের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে