সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৫০:১৫

পেরেরা পজেটিভ প্রমাণিত

পেরেরা পজেটিভ প্রমাণিত

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরেরা ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। এর ফলে তিনি আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য তিন ফরম্যাটেই দলের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা - এসএলসি। মঙ্গলবার এসএলসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবরটি জানায়। এর আগে, ২৫ বছর বয়সী পেরার কাছ থেকে পাকিস্তানের সাথে সদ্য সমাপ্ত সিরিজ চলাকালীন সময়েই ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা নেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেরেরা যাতে খুব শীঘ্রই আবার খেলায় ফিরতে পারেন, এ ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মের মধ্যে থেকে সব ধরণের চেষ্টা করবে। পেরেরার বদলে নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দিতে পাঠানো হয়েছে কৌশল সিলভাকে। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারও উইকেটরক্ষক-ব্যাটসম্যান। জানিয়ে রাখা ভাল, এর আগে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার শাস্তিস্বরুপ তিন মাসের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে