সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১১:০৩:০৭

সাকিবদের কাছে লজ্জাজনকভাবে হেরে যা বললেন আফ্রিদি

সাকিবদের কাছে লজ্জাজনকভাবে হেরে যা বললেন  আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: অল রাউন্ডার সাকিব হাসানের দল রংপুর রাইডার্সের কাছে লজ্জাজনক রান স্কোর করে নিজেদের ব্যাটিংয়ের কোনো অজুহাত খোঁজেননি শহিদ আফ্রিদি। এখন প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ জিততে চান সিলেট সুপার স্টার্স অধিনায়ক। আগের দিন বরিশালকে ৫৮ রানে গুটিয়ে দেওয়া সিলেট সোমবার নিজেরাই অলআউট হয়েছে ৫৯ রানে। আট নম্বরে নামা সোহেল তানভির ছাড়া দু অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছে দৃষ্টিকটু শটে। অধিনায়ক নিজেও আউট হয়েছেন বিপর্যয়ের সময় অযথাই বেরিয়ে এসে মারতে গিয়ে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফ্রিদি মেনে নিলেন নিজেদের ব্যর্থতার দায়। কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়েই আমরা ম্যাচ ৭০-৭৫ ভাগ হেরে গেছি। কেউই পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি আমরা। ৮ ম্যাচে মাত্র দুটি জিতে ৪ পয়েন্ট সিলেটের। বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে তারা, সম্ভাবনা টিকে আছে অঙ্কের হিসেবে। আফ্রিদিও মেনে নিয়েছেন নিজেদের বাস্তবতা। এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ই বিশেষ কিছু। জিতলে ভালো লাগে। আমরা চেষ্টা করব ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিততে। ৭ ডিসেম্বের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে