মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৫১:০৯

বাংলাদেশের প্রশংসা করে যা বললেন সাঙ্গাকারা

বাংলাদেশের প্রশংসা করে যা বললেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন যেন ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য শুভকামনা জানিয়েছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটারের মতে, ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের চেয়ে আদর্শ জায়গা আর নেই। সোমবার ঢাকার একটি হোটেলে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে সাঙ্গাকারা এসেছিলেন ভবিষ্যতের তারকাদের অনুপ্রেরণা জোগাতে। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের দুই ক্রিকেটার ও জাতীয় দলের দুই তরুণ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন। সাঙ্গাকারা শোনালেন তরুণদের জন্য অনুপ্রেরণার কথা। তিনি বলেন, ওই সময় আমি যথেষ্ট ভালো ছিলাম না, তাই যুব বিশ্বকাপ খেলা হয়নি। তবে তরুণদের জন্য এটি অসাধারণ এক প্ল্যাটফর্ম। পেশাদারিত্ব, প্রত্যাশার চাপের সঙ্গে মানিয়ে নেওয়াসহ ভবিষ্যতে অনেক শিক্ষাই এখান থেকে হয়ে যায়। এসময় সাবেক লঙ্কান অধিনায়কের কণ্ঠে বাংলাদেশের প্রশংসার কথা শোনা যায়। বলেন, ক্রিকেটের জন্য বাংলাদেশ আদর্শ একটি জায়গা। লোকে এখানে ক্রিকেট ভালোবাসে তুমুলভাবে, সুযোগ-সুবিধা অসাধারণ। আশা করি, তরুণরা এখানে এসে ক্রিকেট উপভোগ করবে। ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের চেয়ে ভালো জায়গা আর নেই। ০৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে