মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০১:২২:৪৪

মাশরাফি-সাকিবের নেতৃত্বের প্রশংসায় সানি

মাশরাফি-সাকিবের নেতৃত্বের প্রশংসায় সানি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর রংপুর রাইডার্সের অধিনায়ক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মধ্যে কাউকে পিছিয়ে রাখতে রাজি নন আরাফাত সানি। তার দৃষ্টিতে দু’জনই আক্রমণাত্মক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরুতে অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকে পেয়েছিলেন আরাফাত। তবে বেশিরভাগই খেলেছেন দেশসেরা পেসার মাশরাফির নেতৃত্বে। সাকিবের অধীনে এবার রংপুরে খেলছেন আরাফাত। ২৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এক মৌসুম খেলেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বে। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৮ উইকেটে বড় জয়ের পর সংবাদ সম্মেলনে আরাফাত মাশরাফি-সাকিবের নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, দুইজনই খুব ভালো অধিনায়ক। দুইজনই আক্রমণাত্মক অধিনায়ক। তাদের অধীনে খেলার সময় তারা আমাকে যে পরিকল্পনা অনুযায়ী বল করতে বলে আমি সেটাই করার চেষ্টা করি। ০৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে