মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৭:৫৯

তামিম-আফ্রিদির ব্যাটে উল্টে যাচ্ছে কি বিপিএলের হিসাব নিকাশ?

তামিম-আফ্রিদির ব্যাটে উল্টে যাচ্ছে কি বিপিএলের হিসাব নিকাশ?

স্পোর্টস ডেস্ক : যেন অন্যকিছু যোগ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দুইবারের শিরোপা জয়ীদল ঢাকাকে নিয়ে উদ্বেগ ভক্তদের। সমানে সমানে রয়েছে চট্টগ্রাম ভাইকিংস ও সিলেট সুপারস্টার্স। তামিম-আফ্রিদির ব্যাটে উল্টে যেতে পারে বিপিএলের হিসাব নিকাশ! দুই দল শেষ রাঙিয়ে দেয়ার সংগ্রামে। অন্যদিকে ঢাকার সাফল্য ম্লান। ঢাকা ডায়নামাইটস সাত ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে। গ্রুপ পর্বে এই টিমটি আরো ৩টি ম্যাচ খেলবে। এই ৩টি ম্যাচে হেরে গেলে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ঢাকার। অন্যদিকে দুটি ম্যাচে জয় পেলেও বাদ পড়তে পারে ঢাকা। কেননা সিলেট বাকি দুটি ম্যাচে জয় পেয়ে তাদের পয়েন্ট হবে আট। এ ক্ষেত্রে হিসাব নিকাশটা দাঁড়াবে বেশ জটিল। তামিমদেরও আর দুটি ম্যাচ বাকি। শেষটা রাঙিয়ে দেয়ার জন্য জ্বলে উঠতে পারেন বড় বড় তারকাদের দল চট্টগ্রাম ভাইকিংস। ধারনা করা যায়, নতুন কিছু যেন যোগ হচ্ছে বিপিএলে। রংপুর রাইডার্স, বরিশাল বুলস ও কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স এখন নিচিন্তায় রয়েছেন। হাতে দুই তিনটি ম্যাচ রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে এই ৩ দল। আর সেমিফাইনালে ওঠার মূল গল্পটা এখন ঘুরছে ঢাকাকে নিয়ে। কয়েকটি ম্যাচ মাঠে গড়ালেই এই বিষয়টি জানানো সম্ভব হবে। ৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে