মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৫:২৮

সেই বিতর্কিত আম্পায়ারকে শাস্তি দিয়েছে আইসিসি

সেই বিতর্কিত আম্পায়ারকে শাস্তি দিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এই আম্পায়ার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে ঘটে বিতর্কিত ঘটনা। ওই টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম আইসিসির কাছে অভিযোগ করেন এ নিয়ে। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ম্যাচের ফলাফল এমনটা হয়েছে বলেও অভিযোগ তার। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। আইসিসিও খুঁজে পান ওই ম্যাচে দায়িত্বপালনকারী নাইজেল লংয়ের দুর্বলতার কথা। রিপ্লেতে দেখা যায় অসি ক্রিকেটার নাথান লায়ন আউট হয়েছেন। কিন্তু থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা লায়ন তাকে নট আউট ঘোষণা করেন। আসন্ন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যেকার সিরিজে আম্পায়ার হিসাবে বেশ আগেই মনোনীত হয় নাইজেল। কিন্তু এবার শাস্তি হিসাবে এই দায়িত্ব থেকে তাকে সরিয়ে নিয়েছে আইসিসি। মাঠের দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। শুধু এটাই নয়, চলমান সিরিজে তাকে তাকে নন ফিল্ড আম্পায়ার হিসাবে ঘোষণা দিয়েছে আইসিসি। ২০০৬ সালে আম্পায়ারিং পেশায় পা রাখেন নাইজেল লং। এবার এসে একটি ধাক্কা খেয়েছেন তিনি। আরো দুই একটি সিরিজে মাঠের বাইরে থাকতে হতে পারে তার। ৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে