মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১২:১০:৫৬

বরিশাল টিমের গায়ের কাঁটা এখন ক্রিস গেইল

বরিশাল টিমের গায়ের কাঁটা এখন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক : অনেকে শুধু শুনেছে গেইল গেইল। কিন্তু গেইল যে কতটা দুর্ভাগ্য নিয়ে হাজির হন সেটা অনেকেরই আজানা। বরিশাল টিমের গায়ের কাঁটা এখন ক্রিস গেইল। বিপিএল কেন অন্যন্য আসরেও লজ্জায় ডুবে যাওয়ার অনেক অসংখ্য উদাহরণ রয়েছে তার। এটি মূলত মানসিক একটি ব্যাপার। সে দিক থেকে বলা যায় গেইল যেন মনোরোগ নিয়ে হাজির হয়েছেন! দুরন্ত ফর্মেথাকা বরিশাল টিমকে একের পর এক লজ্জায় ডুবাচ্ছেন তিনি। এর আগে দেখা গেছে গেইল ব্যাটে সাফল্য পাচ্ছেন কিন্তু দলের অন্য কারও ব্যাটে রান নেই। ফলে শেষ রক্ষা হয়েছে বা হয়নি এমনই চিত্র। অন্যদিকে গেইল ব্যর্থ তো সবাই ব্যর্থ। কাকতালীয়ভাবে এবারের বিপিএলে মিলছে সে চিত্রও। ধারনা করা যায় গেইল দলে থাকায় অন্যরা এক ধরনের মনস্তাত্বিক চাপ অনুভব করেন। সেটা প্রভাব ফেলে খেলার ক্ষেত্রে। আসরে দুরন্ত খেলে আসা দলটি টানা দুই ম্যাচে হেরেছে। কারও ব্যাটে রান নেই। বোলারদের সাফল্য নেই। গেইল দুটি ম্যাচেই ৮ রান করেছেন। টি-টোয়েন্টির স্বভাব নেই তার ব্যাটে। প্রায় দুই কোটি টাকা দিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে আনা হয়েছে এই গেইলকে। তবে ভাগ্যটা ভালো বরিশাল বুলসের। কেননা ১০ ম্যাচের মধ্যে প্রথম ৬ টি ম্যাচ খেলেই সেমিফাইনালের টিকিট কেটেছে বরিশাল। দুটি ম্যাচে গেইলকে পরখ করেছে বরিশাল। নাদিফ চৌধুরির মত অলরাউন্ডারকে বসিয়ে রেখে ওপেনার হিসাবে মাঠে নামানো হচ্ছে গেইলকে। আর দুটি ম্যাচে হয়তো গেইলকে ফের সুযোগ দিবে বরিশাল বুলস। নানা গল্পের নায়ক এখানেও ব্যর্থ হলে নিজ দেশে উড়াল দিতে হবে তাকে। টাইগারদের বোলিং বিষে যন্ত্রণা কম নয়। আইপিএল ও বিপিএল এক কথা নয়। গেইল এবার ঢাকায় এসেই সোহাগ গাজীর কথা জিজ্ঞেস করেন। গাজীর বলকে কেউটের মত ভয় পান তিনি। আর গাজীতে নিজ দলে দেখে আত্মহারা হন গেইল। কিন্তু এত দিনে গাজীর মত অনেক গাজীই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করেছে সেটি হয়তো ছিল তার অজানা। গেইলের দেশ ওয়েস্ট ইন্ডিজ দূরেই থাক না যে গাজীরা থমকে দিয়েছে বিশ্বের সব মোড়লদের। এবারের বিপিএল নতুন অভিজ্ঞতা হবে গেইলের। লজ্জায় লাল হয়ে শূণ্য ঝুলিতে দেশে ফেরা হতে পারে তার। গ্রুপ পর্বের আর দুটি ম্যাচে ভালো না খেললে সেমিফাইনালে এই দুর্ভাগ্যর নায়ককে মাঠের বাইরে রাখবে বরিশাল বুলস। ৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে