মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৫:৩২

এমসিএলে গগণচুম্বি দামে চুক্তিবদ্ধ হয়েছেন যেসব ক্রিকেটার

এমসিএলে গগণচুম্বি দামে চুক্তিবদ্ধ হয়েছেন যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ৬ টি দলে ভাগ হয়ে ফের টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন সাবেক ক্রিকেটাররা। কয়েক দিন আগে আরব আমিরাতে সাবেকরা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। এখানে সাবেকদের ঝলক দেখে নতুন করে মুগ্ধ হয় ভক্তরা। এবার বৃহত্তর পরিসরে ক্রিকেট লড়াইয়ে নামছেন তারা। সোমবার শেষ হয় নিলাম পর্ব। ছয় দলের মধ্যে লিব্রা লেজেন্ডস দলে ভেড়ায় সবচেয়ে দামি ক্রিকেটারকে। এমসিএলে গগণচুম্বি দামে চুক্তিবদ্ধ হয়েছেন অনেক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এ আসরে সবচেয়ে দাবি ক্রিকেটার হিসাবে নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারের দর ওঠে এক লক্ষ পঁচাত্তর হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। সাগিতারিয়াস সোলজার তাকে এক লক্ষ সত্তুর হাজার মার্কিন ডলারে দলে বেড়ায়। সাবেক ইংলিশ অধিনায়ক কলিংউডকে এক লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলারের দলে ভেড়ায় এ আসরে অংশ গ্রহণকারী দল ক্যাপ্রিকর্ন কমান্ডারর্সে। এক লক্ষ বিশ হাজার ডলারে জিমিনি অ্যারাবিয়ানসে চুক্তিবদ্ধ হন মুত্তিয়া মুরালিধরন। প্রসঙ্গত আরব আমিরাতে এই আসর শুরু হবে নতুন বছরের ২৮ জানুয়ারি। আর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি ক্রিকেট লড়াই। ৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে