মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩০:১৮

মুস্তাফিজের চুপচাপের গোপন রহস্য

মুস্তাফিজের চুপচাপের গোপন রহস্য

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ‘বিস্ময়কর বালক’ মুস্তাফিজুর রহমান। খুব অল্প সময়ের ব্যবধানে তিনি এখন বাংলাদেশ ক্রীড়া প্রেমীদের মধ্যমনি। তবে মজার ব্যাপার হলো বল হাতে মু্স্তাফিজ যতটা ভয়ংকর, বাস্তবে তিনি ততটা সহজ সরল এবং লাজুক স্বভাবের। সাতক্ষীরার এই যুবক যে ধীরে ধীরে উন্নতিরে শিখরে পৌঁছাচ্ছে তার প্রমাণ সম্প্রতি আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা লাভের বিষয়টি । খবরটি শোনার পর থেকেই মুস্তাফিজকে নিয়ে সারা দেশে ব্যাপক হইছই। তবে মুস্তাফিজকে দেখা গেল তার উল্টো। একেবারে শান্তশিষ্ট এবং চুপচাপ থাকতে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেই যেন তিনি নারাজ। তবে সাতক্ষীরায় তার কোচ জানালেন, তার পরামর্শেই নাকি এমন চুপচাপ মুস্তাফিজ! সাতক্ষীরাতে মুস্তাফিজের গুরু মুফাসসিনুল ইসলাম তপু দেশের শীর্ষ একটি দৈনিককে তিনি বলেন, ‘ওকে একটা কথাই বলি,নিজের ওপর বিশ্বাসটা রাখবা আর কথা কম বলবা।’ সাংবাদিক পরিচয়ে যারা মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন, তারা সবাই জানেন জাতীয় দলের এই পেসারের কাছ থেকে কথা বের করাটা কত কঠিন। তবে এর জন্য দায় নিজের কাঁধে নিলেন মুস্তাফিজের সাতক্ষীরার কোচ। বললেন, ‘আসলে গ্রামের ছেলে তো, তাই শহুরে মানুষদের সামনে বেশি কথা বলতে চায় না। এমনিতে একটু কম কথাই বলে। আর জাতীয় দলে ঢোকার পর জেনে গেছে ওর একটা কথারই অনেক গুরুত্ব। আবার না ভুল কিছু বলে বসে,সে জন্যই হয়তো একটু সংযত হয়ে কথা বলে। কিছু মনে করবেন না ভাই!’ নিজের ছাত্র বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছে, তাই গর্বিত তিনি। জানালেন, বড় একটা সময় ওর সঙ্গে কাজ করেছেন। সাবেক ছাত্রদের কেউ ভালো করলে ভালো লাগারই কথা। তবে নিজের ছাত্র বলে নয়, নিজের এলাকার একটা ছেলে বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছে এতেই তিনি খুশি। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে