মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫১:৫৬

আইপিএলে যোগ হয়েছে দুটি নতুন দল

আইপিএলে যোগ হয়েছে দুটি নতুন দল

স্পোর্টস ডেস্ক : নতুন দুটি দল চূড়ান্ত করার সিদ্ধান্তকে এতদিন ঝুলিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলসকে অবৈধ ঘোষণা করে ভারতের আদালত। এর পরে প্রয়োজন হয় আর দুটি দলের। এই দুই দলের নাম জানিয়েছে আইপিএল কমিটির প্রধান রাজিব শুক্লা। এই দুটি দলের জন্য মালিকপক্ষকেও খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন দল দুটি হলো পুনে ও রাজকোট। সঞ্জীব গোয়েনকা মালিকানাধীন নিউ রাইজিং কনসোর্টিয়াম এবং মোবাইল ফোন প্রস্তুতকারক ইনটেক্স এই দল দুটির মালিক হয়েছে। নিউ রাইজিং ১৬ কোটির বিনিময়ে পুনে এবং ইনটেক্স ১০ কোটির বিনিময়ে রাজকোটের মালিক হয়েছে। চেন্নাই ও রাজস্থান দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় এই দুটি দলের আবির্ভাব ঘটায় ভারতীয় ক্রিকেট বোর্ড। দল দুটির মালিকপক্ষ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদন করেছে। ৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে