মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৮:৩৭

আইসিসিতে অবস্থান হারালেন সাকিব, নতুন নায়ক যিনি

আইসিসিতে অবস্থান হারালেন সাকিব, নতুন নায়ক যিনি

স্পোর্টস ডেস্ক : পরিবর্তন হয়েছে আসিসির র‌্যাঙ্কিং। আইসিসিতে নড়েচড়ে গেছে বাংলাদেশের অহংকার তুল্য ক্রিকেটার সাকিব আল হাসানের অবস্থান। বলা যায়, দীর্ঘদিন পরেই পরিবর্তন হয়েছে সাকিব আল হাসানের ভাগ্য। আইসিসিতে সাকিবের চেয়ারে বসেছেন এক ভারতীয় ত্রিকেটার। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার সিরিজই এই পরিবর্তনের জন্য দায়ি। ভারতের বোলার রবি চন্দ্র অশ্বিন দুর্দান্ত পারফর্ম করেন এই সিরিজে। টেস্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভালো করেন তিনি। আর এর সুবাধে সাকিবের দুর্গে আঘাত হানতে সক্ষম হন তিনি। সাকিবকে সরিয়ে অশ্বিন এখন আইসিসিতে সেরা টেস্ট অলরাউন্ডার। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৬। দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়া সাকিবের পয়েন্ট ৩৮৪। টেস্ট অলরাউন্ডার হিসাবে ৩১৫ পয়েন্ট নিয়ে ব্রড তিনে, ২৯৮ পয়েন্ট নিয়ে ফিল্যান্ডার চারে ও মিচেল স্টার্স ২৬০ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে রয়েছেন। ৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে