মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৬:৪৯

বিপিএলে আম্পায়ারিং নিয়ে অভিযোগ

বিপিএলে আম্পায়ারিং নিয়ে অভিযোগ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ’র বরিশাল বুলস। ম্যাচটিতে কুমিল্লার ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলটি আজহার যায়েদী ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক রনি তালুকদারের গ্লাভসে বন্দি হয়। নিশ্চিত আউট ভেবে জোরালো আবেদন করেন বরিশালের বোলার রায়াদ এমরিটসহ দলের অন্য সদস্যরা। কিন্তু আম্পায়ার শেষ পর্যন্ত আউট না দেয়ায় হতাশা প্রকাশ করেনএমরিট। দল হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশাচিত্তে প্রসঙ্গটি তুলে ধরেন এমরিট। বলেন, ‘এটি বিশ্বব্যাপি ঘটতে দেখেছি। এমনকি ডিআরএস প্রযুক্তিতেও এই ভুল হচ্ছে। আম্পায়ারারও আমাদের মত একজন মানুষ তাদেরও ভুল ত্রুটি হতে পারে।’ মিরপুরের মাঠে যারা আগে ব্যাটিং করে তারা বেশি সুবিধা পাচ্ছে। সাকিব-তামিদের কথার পর এবার এমরিটও সেই জানান দিলেন। বলেন, ‘টি-টোয়েন্টির জন্য এটি সেরা উইকেট নয়। বিশেষ করে শুরুতে ব্যাট করে ভালো করাটা বেশ কঠিন। দুটি ম্যাচেই আমরা শুরুতে ব্যাট করেছিলাম এবং আপনারা সে রেজাল্ট দেখতে পেয়েছেন।’ ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে