মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৩:৫৬

যে কারণে পেরেরার বিরুদ্ধে ব্যবস্থা নিবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশাল পেরেরার দেহে নিষিদ্ধ ওষুধের সন্ধান পাওয়া গেছে। আর এ কারণে পেরেরাকে নিউজিল্যান্ড থেকে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কান ক্রিকেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই টেস্টের ফলাফল ইতিবাচক হওয়ায় বোর্ড তাকে দ্রুত দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে। আইসিসির বিধি আইনানুযায়ী এখন পেরেরার বিরুদ্ধে ব্যবস্থা নিবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সম্প্রতি পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময় অন্যান্য আরো খেলোয়াড়ের মতোই ডোপ টেস্টের জন্য পেরেরার মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পেরেরা ডোপ টেস্টে ধরা পড়লেন। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে নিষিদ্ধ স্টেরয়েড গ্রহএণর দায়ে বাঁ-হাতি ব্যাটসম্যান উপর থারাঙ্গাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কা। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে