মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫২:২৩

চিটাগংয়ের কান্নার দিনে আমিরের ‘বুনো উল্লাস’

চিটাগংয়ের কান্নার দিনে আমিরের ‘বুনো উল্লাস’

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে পাঁচ বছরের জন্য জাতীয় দলের বাহিরে ছিলেন পাকিস্তানের উদীয়মান পেসার মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা শেষ হওয়াতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের হয়ে খেলার সুযোগ হয় তার। বিপিএলে আমির খেলছেন বলে পাকিস্তান টিমের নিয়মিত সদস্য মোহাম্মদ হাফিজ অস্বীকৃতি জানিয়েছিল আসরটিতে খেলার ব্যাপারে। এমনকি গণমাধ্যমকে আমিরকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন, ‘ আমি এমন কারো সঙ্গে খেলতে চাই না যে দেশের সম্মান নষ্ট করে।’ মজার বিষয় হলো যাকে ঘিরে আমিরের এত নিন্দা। সেই আমিরের বলেই ঢাকা ডায়নামাইটসের হয়ে নিজের প্রথম ম্যাচে আউট হয়ে মাঠ ছাড়তে হয় হাফিজকে। ঢাকা ডায়নামাইটসের দলীয় রান তখন ১৪। বল হাতে মোহাম্মদ আমির।আর ব্যাট হাতে মোহাম্মদ হাফিজ। আমির দৌঁড়ে এসে বল করলেন। তার আউটসুইং বল খেলবেন কী খেলবেন না সেটি ভাবছিলেন হাফিজ। কিন্তু বল অনেক গতি থাকায় ব্যাট সরিয়ে নেয়ারও সময় পাননি হাফিজ। আর তাতে তার ব্যাটের বাইরের অংশ ছুঁয়ে বল চলে যায় এনামুল হক বিজয়ের গ্লাভসে। সঙ্গে সঙ্গে বুনো উল্লাসে মেতে ওঠেন আমির। ভোঁ দৌড় দিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে বাতাসে হাত-পা ছুড়লেন, অনেক চিৎকার করে আনন্দ উল্লাস করলেন। তার উল্লাস দেখে স্বাভাবিই বোঝা যাচ্ছিল আনন্দে আত্মহারা হয়ে গেছেন তিনি। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে