মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:২০:২৮

শেষ আশাটুকুও শেষ তামিম ইকবালের

স্পোর্টস ডেস্ক: এক বুক আশা নিয়ে বড় বড় তারকা ক্রিকেটাদের কিনেছিলেন চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। স্বপ্ন ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসরের ট্রফিটা ঘরে তোলার। কিন্তু তা আর হলো না চলমান বিপিএল থেকে নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই জড়ে গেলেন তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার সাঙ্গাকারার দল ঢাকা ডায়নামাইটসে বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে চূড়ান্ত বিদায় নিশ্চিত করে পেলেছেন তামিমরা। তবে আজ ঢাকা ডায়নামাইটসকে হারাতে পারলে শেষ চারে খেলার আশা জিইয়ে রাখতে পারত তামিম বাহিনী। সেটি আর হলো না। ঢাকার দেয়া ১২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও ৪৫ রানে হারলো তারা। এই টুর্ণামেন্টে চিটাগাং তিন পর্ব মিলে সর্বমোট নয়টি ম্যাচ খেলে মাত্র জয় পেয়েছে দুইটি ম্যাচে। আর বাকি এক ম্যাচ। সেটিতে জিততে পারলেও শেষ চারে যাওয়ার ক্ষেত্রে তা কাজে দিবে না। আগামীকাল বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে চিটাগাং ভাইকিংস বিপিএলে তাদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে