মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩২:২৬

জহিরুলের ফিফটিতে কঠিন টার্গেটে মাশরাফির কুমিল্লা

জহিরুলের ফিফটিতে কঠিন টার্গেটে মাশরাফির কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে সাকিব আল হাসানের রংপুর। দলের হয়ে ৬২ রানে অপরাজিত থেকে সর্বোচ্চ ইনিংসটি খেলেন জহিরুল ইসিলাম। জিততে হলে এখন ১৫৪ রান করতে হবে মাশরাফির কুমিল্লাকে। ১২ পয়েন্ট করে সংগ্রহ করে ইতিমধ্যে শেষচার নিশ্চিত করেছে উভয় দল। তারপরও আজকের ম্যাচটি দল দুটির জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচে যারা জিততে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার ক্ষেত্রে এগিয়ে থাকবে। আর শীর্ষে থাকার বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথম সাক্ষাতে রংপুরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা। আজ রংপুর জিতলে সেটা হবে প্রতিশোধ। আর কুমিল্লা জিতলে হবে পুনরাবৃত্তি। তাই দলের জড়িয়ে নিয়ে ছিলো আইকন তারকা হিসেবে বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে এবং শ্রীলঙ্কার ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান তিলকারত্বে দিলশান। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে