মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৮:৫৮

বউয়ের অনুপ্রেরণাতে যেসব খেলোয়াড়রা ভালো খেলছেন

বউয়ের অনুপ্রেরণাতে যেসব খেলোয়াড়রা ভালো খেলছেন

স্পোর্টস ডেস্ক:বাঁচা-মরার দিনে ঢাকা ডাইনামাইটসের কাছে ৪৫ রানে হেরে বিপিএল তৃতীয় আসর থেকে ছিটকে পড়েছে তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস। দলের জয়ের দিনে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার ওঠে মোশাররফ হোসেন রুবেলের হাতে। রুবেল ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। তাই ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। ম্যাচ সেরা পুরস্কারের পর তিনি সাংবাদিকদের জানান মজার একটি তথ্য। তা হলো খেলার সময় গ্যালারিতে নাকি তার স্ত্রী উপস্থিত ছিলেন। তাই তিনি আজ ভালো পারফরম্যান্স করেছেন।’ ঠিক এর দু’দিন আগে এমন একটি কথা বলেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। পাকিস্তানি এই ক্রিকেটার নিজের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারলেও জ্বলে উঠেছিলেন ঠিক এর পরের ম্যাচেই। চিটাগং ভাইকিংসের বিপক্ষে সেই ম্যাচে ২৩ বলে ৩৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জুটে যায় তার ভাগ্যে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালিক বলেন, ‘আমার জন্য আমার বৌ বড় অনুপ্রেরণার নাম। যখন ওর সাথে নানা জায়গায় যাই, তখন অনেক কিছুই আমাকে দেখতে হয়, যার সাথে আমি আগে থেকেই পরিচিত। তাই, আমার কাছে বিস্ময়ের কোন ব্যাপার থাকে না। ফলে, ওখানে আমি ওকে অনেক ব্যাপারে সাহায্যও করতে পারি।’ ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে