মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৬:৪৬

চোট নিয়েও বল করলেন মাশরাফি

চোট নিয়েও বল করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: পায়ে চোট পাওয়াতে গত কয়েক ম্যাচে বোলিং করেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে বাধ্য হয়েই দলের প্রয়োজনে আজ বোলিং করলেন কুমিল্লার এই অধিনায়ক। বল হাতে নেয়ার কথা ছিল না তার। তবে অনেকটা বাধ্য হয়েই রংপুর রাইডার্সের বিপক্ষে ইনিংসের ১৯তম ওভারেই দেখা মেলে বোলার মাশরাফির। একটি ওভারই করেছেন। আর সেই ওভারে রান দিয়েছেন ১২। সেই ওভারে কোন উইকেটের দেখা পাননি তিনি। গতি কমিয়ে ১৯ তম ওভারের প্রথম চারটি বল করেন তিনি। রান দিয়েছিলেন মাত্র পাঁচটি। কিন্তু পঞ্চম বলেই দেখা গেল বিপত্তি। অফ স্টাম্পের বাইরে খুবই সাধারণ একটি লেংথ বল। স্লগ ওভারে এ ধরনের বল টি২০তে কেউ ছাড়ে না। রংপুরের ব্যাটসম্যান মোহাম্মদ নবীও ছাড়েননি। লং অন দিয়ে হাঁকালেন বিশাল এক ছক্কা। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে