মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১০:০৮:১০

সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন যিনি

সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন যিনি

স্পোর্টস ডেস্ক: মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের (এমসিএল) সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ক্রিকেটবিশ্বের অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে আগামী ২৮ জানুয়ারী শুরু হবে এমসিএল টি- টোয়েন্টি এ টুর্নামেন্ট। প্রোটিয়া এ অল রাউন্ডারকে ১ লাখ ৭৫ হাজার ডলার কিনে নিয়েছে লিব্রা লিজেন্ডস দলটি। এ টুর্ণামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে বিক্রি হযেছেন স্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট। তার মূল্য ১ লাখ ৭০ হাজার ডলার। তাঁকে কিনে নিযেছে সাগিতারিয়াস সোলজার দলটি। এবারের এ টুর্ণামেন্টে মোট ছয়টি দল অংশ নিবে। এ টুর্ণামেন্টে জ্যাক ক্যালিসে দলের হয়ে খেলবেন, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান, অস্ট্রেলিয়ার শন টেইট ও ব্র্যাড হজ। গিলক্রিস্টের দল সাগিতারিয়াস সোলজারে দল খেলেবেন, নিউজিল্যান্ডের শেন বন্ড, ড্যানিয়েল ভেট্টোরি ও শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। টিম লিওতে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। তার দলে আরও আছেন দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন। জিমিনি অ্যারাবিয়ানসে আছেন মুরালিধরন, সাঙ্গাকারা, শেবাগ ও সাকলাইন মুস্তাক। টিম ভারগোর জার্সি গায়ে দেখা যাবে- অস্ট্রেলিয়ার ব্রেট লি, দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস ও গ্রায়েম স্মিথকে। ক্যাপ্রিকর্ন কমান্ডারর্সের হয়ে মাঠ মাতাবেন ইংল্যান্ডের মাইকেল ভন, কলিংউড, অস্ট্রেলিয়ার এন্ড্রু সাইমন্ডস ও পাকিস্তানের আব্দুর রাজ্জাক। ৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে