মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৯:১৬

অল্পের জন্য রক্ষা পেলেন সাকিব

অল্পের জন্য রক্ষা পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বল ও ব্যাট হাতে সমান আধিপত্য দেখিয়ে আসছে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে দলকে বিপদসীমা থেকে উদ্ধার করা ছাড়াও বল হাতে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের প্রধান বাধা হচ্ছেন তিনি। এবারের বিপিএলে ১৬ টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। আর তার পরের অবস্থানে রয়েছেন দেশের উদীয়মান পেসার আবু হায়দার রনি । মঙ্গলবার সাকিবদের বিপক্ষে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন কুমিল্লা দলের এই পেসার। এর আগে তার উইকেট শিকারের সংখ্যা ছিলো ১৪টি। এদিন সৌম্য সরকার ও মোহাম্মদ নবীর উইকেট নেন রনি। নয় ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৬টি উইকেট নিয়ে সেরা উইকেট শিকারিদের তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে প্রথম অবস্থানে চলে এসেছিলেন রনি। কিন্তু পরক্ষণে আজ কুমিল্লা বিপক্ষে বল হাতে এক উইকেট তুলে নিয়ে এই যাত্রায় বেঁচে গেলেন তিনি। তাই বিপিএল তৃতীয় আসরে এখনো শীর্ষ স্থানটা দখলে রংপুরের অধিনায়কের। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে