বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৩০:৩১

বন্যার্ত বস্তিবাসীর জন্য বিলাসী ঘর খুলে দিলেন যিনি

বন্যার্ত বস্তিবাসীর জন্য বিলাসী ঘর খুলে দিলেন যিনি

স্পোর্টস ডেস্ক: বিপদের দিনে যে পাশে দাঁড়ায়, সেই তো প্রকৃত বন্ধু। বর্ষণ বিপর্যস্ত দক্ষিণ ভারতের চেন্নাইয়ের বিপন্ন মানুষের পাশে এমন 'বন্ধু' হয়েই দাঁড়িয়েছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দাবারু বিশ্বনাথন আনন্দ। ঘরহারাদের মাথার উপর সাময়িক ছাদ দিয়েছেন তিনি। বস্তিবাসীর জন্য কেউ তার বিলাসী ঘর নির্দ্বিধায় ছেড়ে দিতে পারেন, ভাবাই যায় না! চ্যাম্পিয়নরা আসলে এমনই হয়! বিশ্বনাথ আনন্দ নিজে যদিও এখন চেন্নাই শহরে নেই। চেজ ক্লাসিক খেলতে রয়েছেন লন্ডনে। সোমবার দাবার বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের সঙ্গে তৃতীয় রাউন্ডে ড্র করেছেন আনন্দ। তা, তিনি না-থাকলেও তার বাড়ির দরজা কিন্তু বৃষ্টি-বিপন্ন মানুষের জন্য খোলাই ছিল। টানা পাঁচ দিনের অবিরাম বর্ষণে চেন্নাই শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়লেও, বিশ্বনাথন আনন্দের যেখানে বাড়ি, সেই আরএ পুরমে জল দাঁড়ায়নি। আনন্দের স্ত্রী অরুণা জানান, কাছের একটি বস্তির একশোরও বেশি বাসিন্দা এখন আমাদের বাড়িতে রয়েছেন। এদের ঘরদোর জলে ডুবে রয়েছে। পরিবার নিয়ে তাদের বাড়িতে এসে রয়েছেন কাজের মেয়েটিও। তাদের ঘরও জলে ভেসেছে। শুধু আশ্রয় দেওয়াই নয়, তাদের জন্য দু-বেলা খাওয়া-দাওয়ারও ব্যবস্থা হয়েছে। লোক দিয়ে কয়েক'শো লোকের রান্না করানো হচ্ছে আনন্দের বাড়ির নীচে। অরুণা বলছিলেন, এটা যে বিশ্বনাথন আনন্দের বাড়ি, ওই বস্তির বাচ্চাগুলোর তো সেটা জানা ছিল না। আমাদের কাজের মেয়েটির মুখে তা জেনে, বিস্মিত হয় বাচ্চাগুলো। ওরা শুধু পাঠ্যবই পড়েই এসেছে, বিশ্বনাথন আনন্দকে দেখেনি কখনও। তাই ওরা খুবই আপ্লুত। শুধু বিপন্নদের আশ্রয় দিয়েই দায় সারেননি দাবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্গতদের জন্য আর্থিক সাহায্য দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। ০৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে