বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০২:২৩:২০

জানালা দিয়ে পালালেন গোলকিপার

জানালা দিয়ে পালালেন গোলকিপার

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগেই চেন্নাইয়ে প্রবল বৃষ্টিতে হোটেলবন্দী থাকতে হয়েছিল মুম্বাই সিটি এফসি ফুটবলারদের। পরে হোটেল ছেড়ে হাঁটুজলে নেমে পড়তে দেখা গিয়েছিল দেবজিৎ মজুমদার, সুনীল ছেত্রিদের। এবার বন্যা–বিধ্বস্ত ব্রিটেনে দো তলার জানলায় দিন কাটালেন মার্ক গিলেসপি। পরে উদ্ধারকারী দলে এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। এফএ কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে দলের সঙ্গে ওয়েলিংয়ে না গিয়েই এই বিপদে পড়েন গিলেসপি। নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কার্লিসেল ইউনাইটেডের এই গোলকিপার বলেন, ‘শনিবার সকালে শরীর ঠিক না থাকায় দলের সঙ্গে যাইনি। বাইরের আবহাওয়া খারাপ থাকায় সারা দিন শুয়েই কাটাই। যখন দেখি বাইরের জল দরজার সামনে চলে এসেছে, তখন বুঝতে পারি বাইরে মারাত্মক সমস্যা হয়েছে। রবিবার সকালে অর্ধেক সিঁড়ি জলের তলায় চলে গিয়েছিল। এই পরিস্থিতিতে দোতলার জানলায় উঠে পড়ি। পুলিশকে ফোন করি। সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সেখানেই বসে থাকি। পরে উদ্ধাকারী দল এসে আমাকে বের করে নিয়ে যায়।’ এর পরই বন্যা–বিধ্বস্ত দুর্গতদের সাহায্যে নেমে পড়েন ২৩ বছর বয়সী এই গোলকিপার। ০৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে