বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৮:৪২

তারপরও লিটনের সাফাই গাইলেন মাশরাফি

তারপরও লিটনের সাফাই গাইলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: স্বল্প আসরের খেলা টি২০ মানেই মার মার কাট কাট আর চার-ছক্কার ঝংকার। কিন্তু চরম উত্তেজনাকর হাই-ভোল্টেজ আসরটিতে ভালো রান স্কোর গড়তে পারছেনা এই আসরে অংশগ্রহনকারী দল গুলো। দুই একটি ম্যাচ ছাড়া প্রতিটি খেলায় ১১০ থেকে ১৩০ রানের মধ্যে আটকা পড়ছে প্রতিটি দলের রান স্কোর। এর দায়ভারটা নিশ্চয় ব্যাটসম্যানদের ওপর বর্তায়। এবার বিপিএলের তৃতীয় আসরটিতে জাতীয় দলের বেশ কিছু খেলায়াড়কে একেবারে প্রাণহীন দেখাচ্ছে। কোনভাবেই তাদের ব্যাট হাসছে না দলের দুর্দিনে। তাদের মধ্যে একজন লিটন দাস। বিপিএলে জাতীয় দলের এই ব্যাটসম্যানের ইনিংসগুলো এমন ৩, ৯, ৪২, ৩১, ৩, ০। তাই মঙ্গলবারের ম্যাচে দেখা যায়নি লিটন দাসকে। তবে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, ‘নিজে থেকে চাওয়াতেই রংপুর রাইডার্সের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছিল এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।’ বরিশাল বুলসের বিপক্ষে আগের ম্যাচে শূন্য রানে আউট হয়ে সাজ ঘরে ফিরতে হয়েছিলেন লিটন। সেই শটের জন্যই রংপুর রাইডার্স ম্যাচে তাকে বাদ দেয়া হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, “লিটনকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। ও নিজে থেকেই বিশ্রাম চেয়েছিল, আমরা ওর ইচ্ছেকে সম্মান জানিয়েছি।” প্রসঙ্গত, মঙ্গলবারে কুমিল্লার বিরুদ্ধে মাঠে না নামা ছাড়াও এর আগে জ্বরের জন্য দুটি ম্যাচে খেলতে পারেননি লিটন। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে