বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:২১:০৯

চোখের জলে আসর থেকে বিদায় নিচ্ছেন তামিম

চোখের জলে আসর থেকে বিদায় নিচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক : সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ( বুধবার) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ক্রিস গেইল ও তামিম ইকবাল। ম্যাচটি যেহেতু টি-টোয়েন্টি তাই দেশীয় তারকা তামিম ইকবাল ও গেইলের কারণে এ ম্যাচটি নিসন্দেহে হয়ে উঠবে আকর্ষণীয়। নিজের তৃতীয় ও দলের নবম ম্যাচটি খেলতে মাঠে নামবেন গেইল। তামিম ইকবালদের ষোলকলা পূর্ণ হয়েছে এর আগেই। গেইলকে সাক্ষী রেখে এই ম্যাচের মাধ্যমে চোখের জলে বিদায় নিচ্ছেন তামিম ইকবাল। তামিম ইকবাল নিজেদের দশম ম্যাচটি খেলতে মাঠে নামবেন। এবারের বিপিএলে এটিই তাদের শেষ ম্যাচ। জিতলেও লড়াইয়ে টিকে থাকার কোনো সুযোগ নেই তামিম ইকবালদের। বরিশাল বুলসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে ২০১৫ বিপিএলকে চিরবিদায় জানাচ্ছেন তিনি। ৯ টি ম্যাচ খেলে তামিমের দল মাত্র দুটি ম্যাচে জয় পায়। চট্টগ্রাম ভাইকিংসে অনেক বড় বড় তারকা রয়েছে কিন্তু এর পরেও এই ভাগ্য তাদের। অন্যদিকে বরিশাল প্রথম দিকে ভালো খেলে সেমিফাইনালের টিকিট কেটে কোনোভাবে রক্ষা পেয়েছে। গেইল দলে যোগ দেয়ার পর এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি বরিশাল বুলস। অভাগা তামিমদের বিপক্ষে নিজেদের বৃত্ত বদলের ম্যাচ খেলবে বরিশাল টিম। গেইল এখন পর্যন্ত কোনো ম্যাচে ভালো করেননি। চট্টগ্রাম ও বরিশালের হার জিতের চেয়ে ভক্তদের আসল দৃষ্টি গেইল এই ম্যাচের মাধ্যমে মোটেই নিজেকে ফিরে পান কিনা সেদিকে। ৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে