বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৪:৩২

রোনালদোর নতুন ইতিহাস রচনা

রোনালদোর নতুন ইতিহাস রচনা

স্পোর্টস ডেস্ক: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে ব্যক্তিগত ও টুর্নামেন্টের রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে মালমোকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে এটাই সর্বোচ্চ গোল ব্যবধানের জয়। এর আগে ২০০৭ সালে তুরস্কের বিপক্ষে একই ব্যাবধানে জয় পেয়েছিল ইংলিশ ক্লাব লিভারপুল। সেবার তারা ৮-০ ব্যবধানে হারায় তুরস্কের ক্লাব বেসিকতাসকে। গতকাল সুইডেনের ক্লাবটির বিপক্ষে একাই চারটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া কেলেঙ্কারির ঘটনা থেকে মুক্তি পেয়ে করিম বেনজেমাও চমক দেখাতে ভুলেননি দলের উচ্ছ্বাসের দিনে। রোনালদোর এক হালি গোলের দিনে দুর্দান্ত হ্যাটট্রিক আসে তার কাছ থেকে। তবে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির এক ম্যাচে ৫ গোলের রেকর্ড আছে। কিন্তু এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন রোনালদো। তবে এই গোলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগালের এ উইঙ্গার। এক মওসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডটা তার। এবার গ্রুপ পর্বে প্রথম খেলোয়াড় হিসেবে দশের অধিক গোল করার রেকর্ড গড়লেন তিনি। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে