বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৬:২০

সব ধারনা পাল্টে দিতে মাঠে নেমেছেন ভয়ঙ্কর আফ্রিদি

সব ধারনা পাল্টে দিতে মাঠে নেমেছেন ভয়ঙ্কর আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : আফ্রিদি ভেলকি যেন যোগ হচ্ছে। ভয়ঙ্কর ব্যাটসম্যান ও বোলার শহীদ আফ্রিদি মৃতপ্রায় সিলেট সুপারস্টার্সকে টেনে তোলার জন্য এখন ময়দানে। তার টার্গেট হয়তো সবারই জেনে থাকার কথা। ঢাকা ডিনামাইটসের বিপক্ষে সারথিদের নিয়ে মিরপুরের মাঠে নেমেছেন তিনি। ম্যাচের শুরুতেই চমক দেখায় আফ্রিদির দল। টাইগার বোলার রাজ্জাককে ব্যবহার করে সাফল্য পান আফ্রিদি। ঢাকা দলের ওপেনার ইয়াসির শাহকে ফেরান ডিনি। পরে এক মারুকুটে ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজে প্যাবিলিয়নে পাঠান আফ্রিদিরই ওই সৈনিক। বেশ নিয়ন্ত্রিত বোলিং সিলেট দলের। ৯ ওভারে ২ টি উইকেট হারিয়ে ঢাকা ডিনামাইটসের রান মাত্র ৫২। খেলার পরিস্থিতি যা তাতে একটি বড় চমক যোগ হতে পারে ম্যাচ শেষে। পাল্টে যেতে পারে সবার ধারনা। আফ্রিদির দল জয় পেলে ষোলকলা পূর্ণ হতে পারে ঢাকার। আক্রমণাত্মক আফ্রিদি জটিল এক হিসাব নিকাশ যোগ করার জন্যই দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে একটি কথা জানিয়ে রাখা ভালো যে, আজকের ম্যাচে জয় না পেলে সব আশা শেষ হবে সিলেট দলের দলের। বাঁচা মারার সংগ্রামে লিপ্ত আফ্রিদি ও সাঙ্গাকারা। জয় না পেলে তামিমদের মত একশভাগ নিশ্চিত হবে যে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে এই দলটি। আফ্রিদির নেতৃত্বে সিলেট ঘুরে দাঁড়ালে সেটা হবে একটি বিশাল কাব্য রচনার মত। ক্রিকেট ইতিহাসের বহু অভিজাত ঘটনার সাক্ষী শহীদ খান আফ্রিদি। বিপিএলে তেমন কিছু করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। ৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে