বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:০৮:০০

আইসিসির তোপের মুখে ভারতীয় খেলোয়াড়

আইসিসির তোপের মুখে ভারতীয় খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: এবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন ভারতের জাতীয় দলের খেলোয়াড়। দিল্লি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে শিখর দাওয়ানের করা তার অফ স্পিন ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এক বিবৃতে জানায়, হাসিম আমলাদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩ ওভার বল করেছিলেন ধাওয়ান। যেখানে তার অফ স্পিন নিয়ে ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। উল্লেখ্য, আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি নির্ধারিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে ধাওয়ানকে। ফল বের হওয়ার আগ পর্যন্ত বোলিং করতে পারবেন তিনি। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে