বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৪:৩৪

বাঁচা-মরার ম্যাচে নাসির-সাঙ্গার জড়ো ব্যাটিং

বাঁচা-মরার ম্যাচে নাসির-সাঙ্গার জড়ো ব্যাটিং

স্পোর্টস ডেস্ক : নাসির হোসেনের ব্যাটে ছিল ঝড়। নাসির এই যাত্রায় সঙ্গী হিসাবে পান নিজ দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। সাঙ্গাকারার ব্যাট থেকে এবারও আসে দায়িত্বশীল ইনিংস। সিলেট দলের বিপক্ষে ঢাকা ডিনামাইটসের অধিনায়ক হিসাবে মাঠে নামেন ইয়াসির ও ফরহাদ রেজা। ইয়াসির ৮ রান করে বিদায় নেন। পরে রেজার সাথে ব্যাটিংয়ে নামেন হাফিজ। হাফিজও বিদায় নেন ৮ রানে। বিপদে পরে ঢাকা ডিনামাটইস। দশ ওভারে ৩ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান। পরে সাঙ্গাকারা ও নাসির হোসেন দলকে এগিয়ে নিয়ে যান। দুই জনেই ঝড়ো ব্যাটিং উপহার দেন। নাসির ২৩ বলে ৩১ রান করেন। দুটি চার ও দুটি ছয় ছিল এখানে। ৩৫ বলে সাঙ্গা করেন ৪৮ রান। সতটি চারের মার ছিল এই রানে। শেষের ধাক্কায় সময় ব্যাট হাতে ছিলেন মোসাদ্দেক ও ওয়েলার। মোসাদ্দেক ৪ বলে ১৩ ও ওয়েলার ৬ বলে ১৩ রান করেন। আর ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৫৭। ঢাকার জন্য ভয় হলো উজ্জীবিত সিলেট দল। আর আফ্রিদির ব্যাটিং তাণ্ডবে সিলেট এই রান টপকে গেলে কপাল পুড়তে পারে ঢাকার। বিপিএল আসর থেকে নাটকীয়ভাবে বিদায় নিতে হতে পারে সাঙ্গাবাহিনীর। নাসির-সাঙ্গার জড়ো ব্যাটিং সত্ত্বেও শেষ রক্ষা হবে কি ঢাকার? ঢাকা ভক্তরা এই প্রশ্নের প্রত্যাশিত উত্তর নাও পেতে পারেন। কারণ এই ম্যাচে জয় পেতে সবকিছু উজাড় করে দেবে আফ্রিদিরা। ৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে